সিলেটের বিভিন্ন অঞ্চলে দিন দিন বাড়ছে সুরমা – কুশিয়ারা নদীর পানি। তারই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জেও ধীরে ধীরে মানুষ পানিবন্দী হচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে বিপদের মুখে রয়েছেন উত্তর ফেঞ্চুগঞ্জ – ফেঞ্চুগঞ্জ সদর ও উত্তর কুশিয়ারা ইউনিয়নের মানুষ।
২৫ মে বুধবার সকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালাম রাজা সাহেল, সহ-সভাপতি বাবুল হোসেন, সিলেট জেলা সেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহবায়ক হাসান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক মোহাম্মদ আলী কানু, যুবনেতা ফজল খান সাজু, জাবেদ আহমেদ পাপ্পু, শাহিন আহমেদ, প্রমুখ।