ফেঞ্চুগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে কুশিয়ারা নদী। সিলেটের অন্যান্য এলাকায় বন্যার পানিতে মানুষ ঘরবন্দী হলেও ফেঞ্চুগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এ কারণে নদীর স্রোতে তলিয়ে যাচ্ছে অনেক ঘরবাড়ি । এর অন্যতম কারণ নদীর স্রোত। নদীর পানির অতিরিক্ত স্রোতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভেলকোনা গ্রামের প্রায় ৪ টি পরিবার ইতমধ্যে নদী ভাঙনে তলিয়ে গেছে। এ পর্যন্ত আরও ৪ টি পরিবার ভাঙনের মুখে রয়েছে।
১৮ মে বুধবার সকালে এ সমস্ত দরিদ্র পরিবারের সদস্যদের খোজ খবর নিতে এলাকা পরিদর্শনে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিন এবং স্থানীয় ইউপি সদস্য হান্নান মিয়া। এ সময় তারা ভাঙনে কবলিত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান এ বিষয়ে জানান, নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করার জন্য ইউনিয়ন পরিষদ সব সময় তাদের পাশে থাকবে।
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হান্নান মিয়া জানান, আমি যখন দেখেছি নদী ভাঙন শুনতে হয়েছে তখন থেকে আমি নিয়মিত খবর রাখছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্যত্র আশ্রয়ের বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করেছি পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের নিকটও সহযোগিতা কামনা করেছি। এ পর্যন্ত আরও ৪ টি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। কিন্তু আরও যারা ক্ষতিগ্রস্ত তাদের আশ্রয়ের জন্য চেষ্টা করেছি।