সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত দুবাইতে কানাইঘাট প্রবাসীদের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা বিনিময় করেন দুবাইতে সফররত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাতবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
কানাইঘাট প্রবাসী কমিউনিটির পক্ষথেকে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে দুবাইতে অবস্থানরত কানাইঘাট প্রবাসী কমিউনিটির সাথে ঈদ পূর্নমিলনী আয়োজিত এক অনুষ্ঠান গতকাল শুক্রবার রাত ১০টায় দুবাই ইন্টারন্যাশনাল সিটি হোটেলে অনুষ্ঠিত হয়। কানাইঘাটের দুবাই প্রবাসী দেলোয়ার চৌধুরী ও ইকবাল হুসেনের যৌথ সঞ্চালনায় ও হাজী আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী হাজী শফিকুল ইসলাম।