মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Logo
শিরোনাম :
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ওসমানী নগরে এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে জুতা মিছিল সিলেট জেলা পরিষদের নির্বাচনে আলোচনায় ‘কয়েস’ গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয়ে এনামুল কবিরের অপকর্ম সিলেটে তালামীযের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত “২৪ বছরে লংলা আধুনিক ডিগ্রি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত” কুয়েত প্রবাসী ৩ সংবাদকর্মীদের একান্ত মতবিনিময় ফেঞ্চুগঞ্জে আল মাহাব্বাহ হাফিজিয়া মাদরাসা ও মসজিদ উদ্বোধন ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মেম্বার প্রার্থী জনি আলোচনায় গোলাপগগঞ্জে সাংবাদিক রাসেলের পরিবারকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি রাজনগরে স্বামীর হাতে স্ত্রী খুন দারুল কিরাত কার্ডিফ জালালিয়া মসজিদ শাখার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান নাবিন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের উদ্যোগে চা শ্রমিকদের অর্থ বিতরণ এসএমপি কমিশনারের সাথে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

শাহবাজপুরে মোস্তফা সেলিমের সাম্প্রতিক প্রকাশিত তিনটি বই নিয়ে বসেছিল কৃষ্ণচূড়া বৃক্ষের নিচে সাহিত্য আড্ডা

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারেরশাহবাজপুর স্কুল ও কলেজ প্রাঙ্গণে অন্যরকম কিছু সময় কাটছে, আছে দারুণ এক কৃষ্ণচূড়া ও বইয়ের ঘ্রাণ। সিলেটী নাগরলিপি বিশেষজ্ঞ ফোকলোর গবেষক উৎস প্রকাশনীর কর্ণধার মোস্তফা সেলিমের সাম্প্রতিক প্রকাশিত তিনটি বই ( মুক্তিযুদ্ধে বড়লেখা, শাহবাজপুর হাইস্কুলের সুবর্ণস্মৃতি ও গোলাম হুসনের গান) এই বইয়ের পাতাগুলো উল্টানোর শব্দের সঙ্গে তার ঘ্রাণ মিলেমিশে একাকার এখন শাহবাজপুর স্কুল ও কলেজ। সাদা কাগজে কালো শব্দের সারিবদ্ধতার ওপরে রঙিন প্রচ্ছদে মুখরিত সাম্প্রতি প্রকাশিত নতুন বই। তবে বড়লেখা উপজেলার তরণ লেখক লেখিকাদের মিলন মেলা। মোস্তফা সেলিমের সাথে গল্পে গল্পে আড্ডায় মূখরিত স্কুল ক্যম্পাস। আর বইয়ের টানে ছুটে আসছেন পাঠকরা-পাঠিকা তরুণ লেখক । বলার মতো আড্ডা মূখরিত হয়ে উঠতে শুরু করেছে শহীদ মিনার কবিদের জীবনের গল্পে। মোস্তফা সেলিমের সঙ্গে আড্ডা দিতে দিতে ঈদের ২য় দিন বুধবার বিকাল ৪টার সময় রৌদ্রমাখা ভিজে বিকেলে প্রান্তিক জনপদ শাহবাজপুর স্কুল এন্ড কলেজ বই প্রেমিদের মিলন মেলায় মূখরিত হলো। আড্ডায় মোস্তফা সেলিম অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে দীর্ঘ দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ও তাদের সঙ্গে  মতবিনিময় করেন।

শিক্ষা জীবন থেকে শুরু করে পরবর্তী কর্মজীবনে সফলতা লাভের ক্ষেত্রে  বিভিন্ন সম্ভাব্য বাঁধা ও তার উত্তরনের কৌশল নিয়ে আলোচনা করেন এই লেখক।

বিকাল বেলায় শুরু হওয়ার আগে, আড্ডার স্থলে সাজালো গোছালো সারিবদ্ধ চেয়ার পার্শ্ববর্তী স্কুলের পূর্ব পাশে থাকা তবারক হোসেইন সামছুন নাহার গ্রন্থাগার। আড্ডা স্থলে আসেলেন কবি সাহিত্যিকগণ চোখে পড়ে গেলো তবারক হোসেইন সামছুন নাহার গ্রন্থাগার। ইট পাথরের টক টকে লাল দালানের দিকে তাকান সবাই। সামনে আছে একটি সাইনবোর্ড সবার নজর কড়া গ্রন্থাগারের দিকে, বই প্রেমিরা বলেছেন নিশ্চয় গ্রন্থাগারটি অত্র জনপদের লোক মূলায়ন করলে, এখান থেকে বেরিয়ে আসবে, আরো কতোজন মোস্তফা সেলিম ।
আড্ডা অনুষ্ঠানে মোহাম্মদ জাফর আহমদের সঞ্চালনায়
৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উৎস প্রকাশনীর কর্ণধার লেখক ও গবেষক মোস্তফা সেলিম, জুড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, গোলাপগঞ্জ অধ্যাপক আব্দুস শহিদ খান, নির্যাস এর সম্পাদক ইসলাম জাবেদ, বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, নাট্যজনের সভাপতি তপন চৌধুরী, ডা আ হ ম জুনায়েদ সিদ্দিকী, প্রভাত সাহিত্য পরিষদের সভাপতি শিবু নাথ, এসআরআই টিভির ব্যবস্থাপক মাসুম আহমদ। অনুষ্টানে আরোও উপস্থিত ছিলেন বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি শহিদ খান, শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুহেল আহমদ, বড়লেখা আর কে লাইসিয়াম স্কুলের শিক্ষিকা হালিমাতুস সাদিয়া, কবি মৃনাল কান্তি দাস, মাহি আবিদ,শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন,মাষ্টার আব্দুর রব সুহেল, সাংবাদিক, আশফাক জুনেদ, মোঃ ইবাদুর রহমান জাকির, নিসচা বড়লেখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন, মার্জানুল ইসলাম মার্জান, ছড়াকার মারুফ আহমদ, নাট্যজনের সহ সভাপতি গোলাম কিবরিয়া, ছড়াকার মারুফ আহমদ, শোভন রুদ্র পাল, আবু তাহের, রিফাত বিন শাওন প্রমুখ।

শেষ বিকেলে আড্ডা স্থলে হঠাৎ দেখা মিলল এক সাথে কতোজন লোক একসাথে জটলা বেধে ওঠছেন স্কুলে টিলার আড্ডা স্থলে এসে পৌছা মাত্র দেখা যায়, নিরাপদ সড়ক চাই (নিচসা)বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুস শহিদ খান বলেছেন ,বই পড়ে সঠিক দিক নির্দেশনা লাভ করে আজকের তরুন সমাজ যাতে আগামী দিনের সু-নাগরীক হিসেবে গড়ে উঠতে পারবে,শেখার কোনো নির্দিষ্ট সময়, স্থান কিংবা সীমা-পরিসীমা নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবন ও কর্মমুখী শিক্ষার জন্য এ বইয়ে কিছু পরামর্শমূলক লেখা রয়েছে, তাই বই পড়ার বিকল্প নাই।

ধীরে ধীরে সময় ঘনিয়ে এলো হঠাৎ করেই শুনা গেলো আছরের আযান, কিছু সময়ের জন্য নামাজ ও চা-পানের বিরতি। নামায আদায় করে পূনরায় আড্ডা স্থলে আসলেন সবাই শুরু হলো চা-পান পুরাদমে চলছে, শুরু হলো চায়ের রাজধানীর গল্প, গল্প শেষ করতে করতে শেষ হলো চা পান। বিরতির পর পুরোদমে শুরু হলো আড্ডা। আলোচনা হলো মুক্তিযুদ্ধে বড়লেখা বইটি আলোচনা করতে করতে, এভাবেই ঘনিয়ে এলো সন্ধ্যা। কর্ণে শব্দ এলো মাগরিবের আযানের। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হলো।
আড্ডা স্থলে আসা পাঠকের কন্ঠে শুনাগেল জ্ঞানের বাতিঘর “তবারক হোসেইন সামছুন নাহার গ্রন্থাগার” লাল ইটের দেয়ালের মতো সাজানো হয়েছে বইঘরের দেয়াল। এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য বই কিন্ত অভাব রয়েছে পাঠকের। কেউ বই খুঁজছেন কিন্তু পাচ্ছে না বই, গ্রন্থাগার টি সকলের জন্য উন্মুক্ত নয়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বই যা পড়ছে তাহা তুলনা মূলকভাবে খুব অল্প। কিন্তু আড্ডা স্থল বই নিয়ে আলোচনা ছিল আনন্দঘন পরিবেশ।

দেওয়া হলো মাগরিবের নামাযের বিরতি নামায শেষ হলো শুরু হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গাণ পরিবেশন করলেন বাউল আয়াজ বাঙ্গালী।

আড্ডার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, ডাঃ আ হ ম জুনায়েদ সিদ্দিকী, তারুণ্য নাট্যগোষ্টির সভাপতি তপন চৌধুরী ও বাউল শিল্পী তপু।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com