পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন –ঈদ হচ্ছে আনন্দ। আর সেই আনন্দ যেন সবার মধ্যে ফুটে উঠে এজন্য আমাদের সমাজে ভ্রাতৃপ্রেম আরও ছড়িয়ে দিতে হবে। আমরা যেন একে অন্যের হাতে হাত ধরে সমাজ ও দেশকে সুন্দর রূপে সাজাতে এগিয়ে আসি।
তিনি আরও বলেন – ঈদুল ফিতর আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে আসে। যা প্রধানত ঐক্যের শিক্ষা। এর মধ্যে উল্লেখযোগ্য আমরা যখন একসাথে ঈদের নামাজ আদায় করি এবং কাধে কাধ মেলাই।
তিনি বলেন, আমাদের উচিৎ যাকাতের সুষ্ঠু বন্টন করা এবং মানুষের পাশে থাকা। এটাই হোক আমাদের প্রধান লক্ষ্য।
পরিশেষে তিনি নিজ সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সকল নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।
ঈ দ মো বা র ক…..