সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে পবিত্র রমজান মাসে ‘আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ’ পাহাড় পুর (নূর পুর,ভাট গাঁও,ফুলচন্ডী) শাখার দক্ষিনের জামে মসজিদে দারুল কেরাতের সমাপনি ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৮ এপ্রিল ২০২২ ইং বৃহস্পতিবার বাদ জোহর কেন্দ্রের ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতায় অংশ গ্রহণ মূলক পুরস্কার বিতরণের মাধ্যমে তালিমুল কোরআনের প্রশিক্ষণের সমাপনি সম্পন্ন হয়।
মহামারী করোনার কারণে দুই বছর বন্ধের পর এবার উক্ত কেন্দ্রে এলাকার কোমলমতি শিশুদের জন্য অন্যান্য বছরের মতো শুদ্ধ ভাবে কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রবাসী, সমাজসেবক ও দানবীর আহমেদ সেলিমের প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে।
সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে পাহাড়পুর গ্রামের প্রবীণ মুরব্বি, ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, তাফসিরে উম্মুল কোরআনের লেখক মাওলানা আব্দুল হাই জিহাদি।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সময় সিলেট’ এর সম্পাদক এনামুল হক মামুন,দৈনিক পুনরুত্থান পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি সমুজ আহমদ সায়মন খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুর রব রাজু, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক মুহাম্মদ সায়েস্তা মিয়া ও হাফিজ নিজাম উদ্দিন।
কেন্দ্রের প্রধান ক্বারি হযরত মাওলানা শাহজালাল আহমদী, সহকারী ক্বারি মাওলানা হারুন রশীদ, হাফিজ নাসির আহমদ, ক্বারি আব্দুস শহীদ এর শিক্ষকতায় মাস ব্যাপি কোরআন প্রশিক্ষণের সমাপনি ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন – ট্রাস্টের অর্থসম্পাদক আল-মামুন। পাহাড়পুর গ্রামের প্রবীণ মুরব্বি বশির আহমদ, হারুন মিয়া, সালমান আহমদ, তজমুল আলী, জসিমউদদীন, আকিক মিয়া প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হাই জিহাদি।