মৌলভীবাজারের বড়লেখার প্রথম রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে (২৬ এপ্রিল) মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে মানবকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি এমাদাদুল করিম চৌধুরী শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, সাংবাদিক সুলতান আহমদ খলিল, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, ৫২ বাংলা সিলেট পূর্বাঅঞ্চল প্রতিনিধি মোঃইবাদুর রহমান জাকির
সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপন, ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবলু, মানবকল্যাণ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের মহাসচিব কামাল হোসেন, প্রবাসী বুরহান উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম,
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য বেলাল আহমদসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
এসময় আয়োজিত অনুষ্ঠানে দেশ-জাতি ও সকল স্বেচ্ছাসেবীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বড়লেখা পৌর শহরে অবস্থিত নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ ক্বারী মোঃ মাহমুদুল হাসান।