৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা -প্রগতিশীল ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সময়ের অন্যতম নেতা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা’র কচুয়া বহর এলাকার ইউ কে প্রবাসী বেলায়েত হোসেইন খান দেশীয় রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন থেকে জড়িত রয়েছেন বৃটেনের মূল ধারার রাজনীতির সাথে। এরই ধারাবাহিকতায় আগামী ৫ই মে ২০২২ ইং যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে নিউপোট সিটির কাউন্সিলর পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বৃটেনের নিউপোট সিটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি এক বার্তায় জানান – নির্বাচনে বিজয়ী হলে – যুক্তরাজ্য নিউপোট সিটির সকল বাংলাদেশি কমিউনিটি সদস্যদের সাথে নিয়ে একসাথে কাজ করতে চান – বৃটেনের বুকে আরেকটি মিনি বাংলাদেশ গড়তে চান –
সকল বাংলাদেশিদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে চান তাই নিউপোট সিটির সবার কাছে ভোট কামনা করেছেন এবং দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।