মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী করমপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জন্মগতভাবে বাক প্রতিবন্ধী হলেও আব্দুল আজিজ পরিবারে বৃদ্ধ মা-বাবা সন্তানাদি নিয়ে কোনমতে বসবাস করে আসছিলেন মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিলো টিনের চালের ঘর। প্রাকৃতিক দূর্যোগ কাল- বৈশাখী ঝড়ে ঘরটি লন্ডবন্ড করে মাটিতে ফেলেদেয় গোঁজার ঠাঁই হয়, তার পরিবারের খোলা আকাশের নিচে, বিষয়টি দেখে এলাকার সাবেক মেম্বার আব্দুল হালিম, ও বিয়ানীবাজার সরকারী কলেজের অনার্স পড়ুয়া ছাত্র ছাইদুল মাহবুব মানবিক সাহায্যে চেয়ে ফেইসবুকে পোষ্ট করেন, এলাকার বিত্তবানরা সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসেন
যে পরিমান সাহায্য এসেছে সে পরিমান অর্থ দিয়েই কাজ শুরু হয়েছে (২২ এপ্রিল) শুক্রবার বাদ জুমা এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে আব্দুল আজিজের ঘর পূর্ণ নির্মাণের কাজ শুরু করা হলেও অনেক অর্থের প্রয়োজন হবে, আসুন আব্দুল আজিজের পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে দানের হাতকে প্রসারিত করি, রামাদ্বানে রাসুল (সা.) হাদিসের উপর আমল করি একজন দুস্থ বাক প্রতিবন্ধী ভাইয়ের মাথা গোঁজার ঠাঁই করে দেই। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ (প্রতিবন্ধী) ব্যক্তির খোঁজখবর নাও এবং বন্দীকে মুক্ত করে দাও।’ (বুখারি) যার যার সাধ্যমতো একটু সহযোগিতার হাত বাড়াই সাহায্য পাঠাতে বিকাশ ০১৬৪৪-১১৬৯৮০ (পার্সোনাল)