গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ মানুষের জন্য। দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য প্রকৃত মানবসেবী হতে হবে। সমাজে কিছু লোক দেখানো মানুষ আছে যারা মানুষের সেবাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এজন্য বলা যায়, যারা প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে নিয়োজিত তারাই মূলত সমাজের সেবক। আর তাদেরকে এগিয়ে যেতে আমাদের আরও সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, সরকার উন্নয়ন চায়। এজন্য জনগণের সহযোগিতা অব্যাহত থাকতে হবে। জনগণের কল্যাণই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য। প্রতিটি এলাকায় খোজে খোজে দুর্বল এলাকাগুলোর উন্নয়ন করতে হবে। এজন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন – যারা পেছন দরজা দিয়ে ক্ষমতা চায় তারা আবার জনগণের কি উন্নয়ন করবে। এজন্য আসুন সামনের সারিতে দাড়িয়ে দেখি কে কি করতে পারেন৷ যত পরিকল্পনা যত ষড়যন্ত্রই হোক না কেন সরকারের উন্নয়ন কাজে কোন বাধা হতে পারবে না।
তিনি আজ ১০ এপ্রিল রবিবার এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশন ও বন্ধু মহলের সহযোগিতায় ১০ এপ্রিল রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হাসান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা, সমাজসেবক কাপ্তান হোসেন, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাজী লুদু মিয়া, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, প্রবীণ সাংবাদিক এস এম মামুনুর রশীদ, প্রমুখ।
আলোচনা সভায় মামুনুর রশীদ ও শাহরিয়ার নাজিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ সহ এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ।