সিলেটের বিশ্বনাথে রামাদ্বান মাস উপলক্ষে উদ্যোগে ‘আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এলাকার দেড় শতাধিক গরীব-অসহায় পরিবারের মধ্যে ইফতারের খাদ্যসামগ্রী ও বিভিন্ন পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন হারে নগদ প্রায় ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামস্থ এলাহাবাদ রহমান মঞ্জিলে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রম উদ্বোধনের পর এলাকার গরীব-অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন ট্রাস্টের নেতৃবৃন্দ। ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই শ্লোগান নিয়ে দেশ হতে দেশান্তরে নিরলসভাবে গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
ট্রাস্টের বাংলাদেশ শাখার চেয়ারম্যান ও এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিনের পরিচালনায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হরমুজ আলী, বাংলা প্রভাষক আলতাবুর রহমান, স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার আমির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আজিমুর রহমান হামিম ও শেষে মোনাজাত করেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রহমত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রভাষক ফরিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা ফারুক আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আবুল কাশেম, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, ট্রাস্টের বাংলাদেশ শাখার অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, সংগঠক কবি লাহিয়ান আহমদ, কমর উদ্দীন, লিয়াকত আলী, মাহফুজুর রহমান, আবিদুর রহমান, সালমান আহমদ প্রমুখ।