মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া রামাদানের মূল শিক্ষা : মাওলানা হারুনুর রশীদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত মুসলিম ভাইবোন সহ ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – পবিত্র মাহে রমজান আমাদের জন্য অনেক নিয়ামত নিয়ে আসে। এ মাসে সিয়াম সাধনার সাওয়ার অনেক বেশি। তাই আমাদের বেশি বেশি আল্লাহর ইবাদত করা প্রয়োজন।
পবিত্র মাহে রমজান আমাদের উত্তম চরিত্র – আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের প্রতি ভালবাসার শিক্ষা দেয়। এজন্য আমরা প্রত্যেকে যেন একে অন্যের পাশে দাড়িয়ে মানুষের সেবা করতে পারি।
সকল হিংসা বিদ্বেষ দূরে রেখে আসুন আমরা একটা সুন্দর সমাজ গঠনের জন্য সবাই কাজ করি।
তিনি আরও বলেন – পবিত্র রমজান মাসের সবচেয়ে বড় এবাদত কুরআনের শিক্ষা। এর জন্য উপমহাদেশে প্রখ্যাত আলেমে দীন আল্লামা ফুলতলী র. খেদমত দারুল কিরাতে আপনারা আপনাদের শিশুদের ভর্তি করিয়ে সঠিক কুরআন শিক্ষার সুযোগ দেবেন। এবং পাশাপাশি তিনি সরকারের প্রতি আহবান জানান শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন সীমিত করে বাচ্চাদের কুরআন শিক্ষার সুযোগ দেবেন।