রামাদান মাস পবিত্র কুরআন নাযিল ও কুরআন শিক্ষার মাস। মুসলিম উম্মাহর নিকট এ মাস পবিত্র কুরআন শরীফের মাস হিসেবে পরিচিত। বাংলাদেশে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআনের সহীহ তিলাওয়াত শিক্ষাদানের জন্য উলামায়ে কিরাম এ মাসটিকেই বেছে নিয়েছেন। বিশেষত শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতি বছর রামাদানে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র কুরআন শরীফের সহীহ-শুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়।
গত দুই বছর করোনা মহামারীর কারণে অন্যান্য শিক্ষা কার্যক্রমের ন্যায় কুরআন শরীফ শিক্ষার কার্যক্রমও ব্যাহত হয়েছে।করোনা মহামারীর কারণে গত দুই বছর শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তার অজুহাত দেখিয়ে রামাদান মাসে এ বছর স্কুল, কলেজ ও মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে কুরআন শিক্ষার সুযোগ সংকোচিত করা হচ্ছে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি দুলাল আহমদ ও সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান এক বিবৃতিতে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে এ মাসে সব ধরনের স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রেখে সহীহ কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারের নিকট সব ধরনের সহযোগিতা প্রদানের জোর দাবি জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সাধারণ শিক্ষাক্ষেত্রে যেমন গত দুই বছরে অনেক ক্ষতি হয়েছে, তেমনি কুরআন শিক্ষা ক্ষেত্রেও শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। তাই এ বছর রামাদানে কুরআন শিক্ষার ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব প্রদান করা জরুরি। কারণ মুসলমানদের নিকট কুরআন শিক্ষার গুরুত্ব অন্যান্য শিক্ষার চেয়ে কোনভাবেই কম নয়। এজন্য মহামারীর কারণে শিক্ষা কার্যক্রমের ক্ষতির দোহাই দিয়ে কুরআন শিক্ষার সুযোগ সংকোচিত করা এদেশের জনগণ কোনভাবেই মেনে নেবে না।