ছাতক উপজেলার মল্লিকপুরে লতিফিয়া ক্বারী সংস্থার উদ্যোগে আয়োজিত ক্যালেন্ডার প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ২০ মার্চ ২০২২ ইংরেজি রোজ রবিবার বিকাল ৪ঘটিকার সময় ছাতক সদর ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশের সাধারণ সম্পাদক এই কিউ এম সেলিম আহমদ কাওছারের সঞ্চালনা ও অত্র সংস্থার সভাপতি ক্বারী মোঃ হাবিবুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ মাছরু আহমদ, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার অর্থ সম্পাদক জামিল আহমদ দুলাল।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ সাইফুল ইসলাম চেয়ারম্যান ৩নং ছাতক সদর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল আহাদ সভাপতি লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক উত্তর উপজেলা, জনাব মাওঃ মোঃ মাহবুবুর রহমান তাজুল সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা আল ইসলাহ, জনাব মোঃ খসরু আহমদ মেম্বার ২নং ওয়ার্ড ৩নং ছাতক সদর ইউনিয়ন পরিষদ, মোঃ আলী হোসেন সদস্য ৩নং ছাতক সদর ইউনিয়ন পরিষদ, আবু খালেদ সদস্য ৩নং ছাতক সদর ইউনিয়ন পরিষদ, হাফিজ মোঃ রইছ উদ্দিন সাহেব প্রধান শিক্ষক মল্লিকপুর ডা. গোলাম মন্তকা হাফিজিয়া মাদ্রাসা, জনাব মোঃ এনামুল হক মল্লিকপুর, হাফিজ ক্বারী এনামুল হক জুয়েল সহ সভাপতি অত্র সংস্থা।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথি বৃন্দ কে ক্রেস্ট প্রদান করেন মল্লিকপুর লতিফিয়া ক্বারী সংস্থার নেতৃবৃন্দ। এর পর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন সম্মানিত অতিথি মহোদয়গন।
এতে উপস্থিত ছিলেন ৩নং ছাতক সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব আজর আলী, মল্লিকপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ ওমর আলী, মাষ্টার মুহাম্মদ তজম্মুল আলী, মোঃ মকসুদ হোসেন নুনু মিয়া, খাইরুল ইসলাম নৌশা, জয়নাল আবেদিন, ওয়াছির আলী, আবুল হোসেন, কমরআলী, হাফিজ মহি উদ্দিন, মাওঃ কয়েছ আহমদ, অত্র সংস্হার সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ হেলাল উদ্দিন, হাফিজ মোঃ আহবান উদ্দিন, মুরাদ আহমদ, আবুল হোসেন, প্রমুখ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও নোয়াগাঁও মাছুখালী জামে মসজিদের ইমাম ও খতিব জনাব জালাল উদ্দীন সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।