সিলেটের বিশ্বনাথে নির্মাণাধীন মসজিদে যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
১৫ ই মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের বিশ্বনাথ-লামাকাজী সড়ক সংলগ্ন আতাপুরে নির্মাণাধীন রূহানী মসজিদে ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি (অর্থ সম্পাদক) মামুন আহমদ মসজিদের মোতাওয়াল্লী উপজেলার এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রভাষক মাওলানা হরমুজ আলীর নিকট নির্মাণ সামগ্রী ক্রয়ের মেমো হস্তান্তর করেন।
মসজিদে নির্মাণ সামগ্রী প্রদান করায় মসজিদ কমিটির মোতাওয়াল্লী মাওলানা হরমুজ আলী ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের ডরসেটের বাসিন্দা বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড় পুরের কৃতিসন্তান, দানবীর আহমেদ সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাদের এই দান যেন আল্লাহ কবুল করেন এমনটাই কামনা করেছেন।