সিলেটের ফেঞ্চুগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চানপুর বাজার থেকে দনারাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজ। যা সংযোগ করেছে বালাগঞ্জের সাথে ফেঞ্চুগঞ্জের যোগাযোগ। কাজ শুরু হওয়ার কয়েকদিনের মাথায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেন এলাকাবাসী। যে কারণে গতকাল বুধবার রাতে ঢালাই কাজ বন্ধ করে দেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সূত্রে জানা যায় এলজিইডির এই প্রকল্পের কাজের নিম্নমানের কারণে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হাজী লুদু মিয়া জানান, আমরা ককয়েকদিন থেকে লক্ষ করছি রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না। গতকাল (বুধবার) রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আধারে স্থানীয় চানপুর পয়েন্টে ঢালাই কাজ করলে আমরা এসে দেখতে পারি কাজ ঠিকঠাক হয়নি। সেখানে পাথর ব্যবহার না করে শুধু সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়। আমরা দ্রুত এলাকার মানুষের সাথে যোগাযোগ করে কতৃপক্ষের নজরে আনি।
স্থানীয় একটি স্কুল কমিটির সভাপতি রুহুল আমিন জানান, রাস্তার কাজের কারনে যে ধুলাবালি সৃষ্টি হয় তাতে স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তি হয়। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা করেন।
স্থানীয় বাসিন্দা আহমেদ সাবুল বলেন, সরকার উন্নয়ন চায়। কিন্তু এর পরিবর্তে এরকম কাজ আমরা আশা করিনি।
খবর পেয়ে তাৎক্ষণিক এ বিষয়ে জানতে সিলেট জেলা সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এনামুল কবির সেখানে আসেন। তিনি জানান, কাজের বিরুদ্ধে স্থানীয় জনগনের যে অভিযোগ ছিল তা আমি সরেজমিনে দেখলাম। এখন থেকে কাজের মান ভাল থাকবে এবং সমস্যাগুলোর যথাযথ সমাধান করা হবে।