প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রফিকুল ইসলাম মামুনের খোলা চিঠি
বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রনায়ক, বঙ্গঁবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন শেখ হাসিনা।
প্রিয় প্রধানমন্ত্রী আমি আপনার দেশের একজন অতি সাধারণ নাগরিক হিসাবে আপনার বরাবরে খোলা চিঠি লিখতে বাধ্য হয়েছি। আর মাত্র কয়েকদিন পর আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের আত্মত্যাগ ও সিয়াম সাধনার মাস রামাদ্বানুল মুবারক এই রামাদ্বান মাসে সারাদিন উপবাস থেকে আমরা মুসলমানগণ প্রভুর সানিধ্য লাভে ইবাদত বন্দেগি করে থাকি।
প্রিয় প্রধানমন্ত্রী দুঃখজনক হলেও সত্য রামাদ্বানের এই পবিত্র মাসটি সমাগত হওয়ার পূর্বেই মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাজারে হু হু করে বেড়েই চলছে লাগামহীন ভাবে বিশেষ করে তৈল, চানা, ডাল, খেজুরের দাম চড়াও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে তা বাড়িয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে সাধারণ জনগণের ভোগান্তির শেষ হবেনা। তাই জাতির জনকের সুযোগ্য কন্যা হিসাবে, দেশের সফল রাষ্ট্রনায়ক হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে পবিত্র রামাদ্বানুল মুবারক মাস শুরু হওয়ার পূর্বে নিয়ে আসতে যা যা করা দরকার আপনি সেই সব পদক্ষেপ গ্রহণ করবেন বলে দেশের আপামরজনসাধারণ আশাবাদী।
পরিশেষে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়িত হায়াতে জিন্দেগী কামনা করে বিদায় নিচ্ছি, আপনার নেতৃত্বে এগিয়ে যাক বঙ্গঁবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশও।
বিনীত
অতি সাধারণ নাগরিক
রফিকুল ইসলাম মামুন
সিলেট সদর সিলেট।
০১৭৩৯-০৯১৯৩৩