বাংলা একাডেমির নাম পরিবর্তন করে বাংলা শব্দ ব্যবহার অতিব জরুরি। একাডেমির বাংলা প্রতিশব্দ শিক্ষায়তন বা পরিষদ। দুইটা শব্দই কিন্তু বাংলা। অথচ যুগ যুগ ধরে আমরা বাংলা ভাষার মূল কেন্দ্র বাংলা একাডেমির নাম ইংরেজি একাডেমি শব্দ ব্যবহার করছি। ১৯৫২ সনের ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মাতৃভাষা রক্ষা করা এবং বাঙ্গালীর চিরায়ত ভাবধারা মানুষের মধ্যে জাগিয়ে রাখা। ভাষা সাধারণ কোন বিষয় নয়, এর মধ্যে রয়েছে নিজেস্ব সভ্যতা – সংস্কৃতি সহ একটি নিজেস্ব মহিমা। কিন্তু এই ভাষা যদি এত আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে রক্ষা করা হল তবে আজ কেন তাতে বিদেশি ভাষার প্রভাব পড়বে।
●ভাষার আভিধানিক চর্চাঃ একটি জাতি তার নিজেস্ব ভাষাকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে। কিন্তু আমি লক্ষ্য করি বাংলা ভাষার তেমন কোন বিষয় নেই যার মধ্যে একটা নিজস্ব ভাবধারা রয়েছে। আমরা প্রায়ই কথা বলার সময় নিজেকে বিদেশি ভাষার সাথে চর্চা করতে খুবই আগ্রহী। যেমন আমি বললাম বাংলা একাডেমির নাম। একাডেমি একটি বহুরূপী শব্দ। এর মূল অংশ ইংরেজি। কিন্তু একাডেমির বিপরীতে যদি আমরা বাংলা পরিষদ বা বিভাগ বলি তাতে বাংলা শব্দটাই তার নিজস্ব রূপ পায়। অথচ আমরা মুক্তিযুদ্ধের পর থেকে যতবার পাঠ্যপুস্তক সহ বিভিন্ন মাধ্যমে ভাষার ব্যাবহার করি তাতে ইংরেজির প্রভাব বেশি। এজন্য এর একটা সমাধান পণ্ডিতগণের বের করা উচিৎ। বিশেষ করে যারা বাংলা বিষয় নিয়ে অধ্যায়ন করে থাকেন। এজন্য আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে যেতে হলে অবশ্যই বাংলা ভাষাকে আর বিতর্কিত করা যাবে না। প্রচলিত বাংলা একাডেমির বহুবার বিভিন্ন শব্দ পরিবর্তন ও সংযোজনের জন্য আজ অনেক ভাষাই হারিয়ে গেছে।
কেন? একাডেমি শব্দ পরিবর্তন করতে হবে : বাংলা ভাষার প্রধান উপসর্গগুলোর মধ্যে চর্যাপদ প্রথমে। তারপর রয়েছে সংস্কৃত বিদেশি আঞ্চলিক সহ বিভিন্ন উপজাতিয় ভাষার যোগসূত্র। এজন্য আমার দৃষ্টিতে আমাদের শিকড়ে যেতে হবে। আর এই শিকড় বাংলা ভাষার মূল বিন্যাসের মাধ্যম বর্তমান নামে বাংলা একাডেমি। এই ‘একাডেমি ‘ শব্দটি বাদ দিয়ে বাংলা পরিষদ নাম অতিব জরুরি। যদি একাডেমি শব্দ ব্যবহার থেকে আমরা বিরত হতে পারি তবেই আমরা ধীরে ধীরে বর্তমান আমাদের মৌখিক বিষবৃক্ষ বাংলিশ থেকে বের হয়ে ধীরে ধীরে আমাদের ভাষার মূল কেন্দ্রতে এগিয়ে যেতে পারব।
ফলাফল : যদি আমরা ভাষার এই পরিবর্তন করতে পারি এবং নিজস্ব ভাবধারা নিয়ে আমাদের মাতৃভাষা আমাদের মৌখিক বিকাশ ঘটানোর জন্য চেষ্টা করি তাহলে উপরোক্ত বিষয় সমাধান জরুরি বলে মনে করি। ভাষা হউক আমাদের মায়ের কন্ঠের সঠিক ভাষা।
লেখক- মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
কবি ও সাংবাদিক