জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও মাদরাসা ই আলিয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা সালাহউদ্দিন (৮৭) আজ বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। বিকেলে ধানমন্ডির ঝিগাতলাস্থ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ল্যাব এইড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন – আমরা এক উজ্জ্বল আলো হারিয়েছি। তিনি ছিলেন একদিকে যেমন একজন মানুষ গড়ার কারিগর অন্যদিকে তিনি ছিলেন শতশত আলেমের উস্তাদ।
আমি তাহার মৃত্যুতে শোকাভিভূত এবং তার আত্মার মাগফিরাত কামনা করি।