কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত রাশেদ কে গ্রেফতার করা হয়েছে।
গত ৩১ জুলাই ২০১৯ খ্রিঃ রাত অনুমান ০২.৪৫ ঘটিকা হইতে ০৩.৩০ ঘটিকা পর্যন্ত কুখ্যাত রাশেদ ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত অস্ত্রশস্ত্রসহ কুলাউড়া থানাধীন ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত খারপাড়া গ্রামের বাসিন্দা আজিজ আহমদ টুটু এর বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৯৫ হাজার টাকা, ৮টি মোবাইল, ১টি ল্যাপটপ, স্বর্ণালংকার, ১টি পালসার ও ১টি হুন্ডা সিবি হরনেট মটর সাইকেলসহ অন্যান্য জিনিসপত্রসহ সর্বমোট ৮ লক্ষ ৬৩ হাজার টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় আহমদ সিহান, পিতা-আজিজ আহমদ টুটু, সাং-খারপাড়া, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানার মামলা ৪০(০৭)২০১৯ খ্রিঃ রুজু করা হয়। উক্ত ডাকাতির ঘটনায় জড়িত ৬ জন ডাকাতকে গ্রেফতার করে তাদের নিকট হইতে লুন্ঠনকৃত মোটর সাইকেল, মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কিন্তু মূল পরিকল্পনাকারী ডাকাত রাশেদ আত্মগোপনে থাকে। অদ্য ২ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ইসলামনগর সাকিন হতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত রাশেদ মিয়া (২৮), পিতা-মৃত মোক্তার আলী, সাং-ইসলামনগর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাইসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতকে পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
কুলাউড়া থানায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।