মন্ত্রীপরিষদ বিভাগের নিয়মিত উন্নয়নমুখী সিদ্বান্তের গুরুত্বপূর্ণ বৈঠক একনেক সভায় আজ ২৫ জানুয়ারি সোমবার একনেকের সভায় ফেঞ্চুগঞ্জে নতুন ইউরিয়া সারকারখানা ফরমালটি হাইট প্ল্যান্ট স্থাপন অনুমোদিত হয়েছে।
মন্ত্রীপরিষদ বরাত দিয়ে জানা যায়, যার প্রাক্কলিত ব্যয় সাতশত চব্বিশ কোটি ত্রিশ লক্ষ বারো হাজার টাকা (জিওবি অর্থায়ন)।