আজ ৫/০১/২০২২ইং (রোজ বুধবার) নগরীর উইনার স্কুল এন্ড কলেজ সিলেট তেমুখি পয়েন্টে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উইনার স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি মোঃ ওলিউর রহমান ও উইনার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুল আউয়াল কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইনার স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোছাঃ শিরিন ইয়াসমিন ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি এরকম সহশিক্ষা মূলক কার্যক্রমে ছাত্র-ছাত্রীদেরকে অনুপ্রাণিত করেন, পিঠা উৎসব বাঙ্গালী সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এ সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে ছাত্র-ছাত্রীরা বাহারি রকমের পিঠা প্রদর্শনী করেন।
আরো উপস্থিত ছিলেন উইনার স্কুল এন্ড কলেজের প্রভাষক সামসুজ্জামান সানি, প্রভাষক মোঃ ইব্রাহিম আহমেদ, প্রভাষক মোঃ মাজেদ আহমেদ, সহকারী শিক্ষক মোঃ সাদেকুর রহমান, সহকারী শিক্ষিকা তাসলিমা বেগম, সহকারী শিক্ষিকা মোছাঃ ফাতেহা বেগম, সহকারী শিক্ষিকা মোছাঃ রোমানা আক্তার, সহকারী শিক্ষিকা মোছাঃ কুলছুমা আক্তার, সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তার প্রমুখ।