” মুছে যাক অতিতের গ্লানি, নববর্ষের সূচনা হোক নবদিগন্তের পথে ” ইংরেজি নববর্ষ ২০২২ সালের শুভ সূচনালগ্নে দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সাংবাদিক অনলাইন পোর্টাল দৈনিক সিলেটের সূর্য এর বার্তা সম্পাদক, সমাজসেবী, সাবেক মেম্বার, বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম মামুন।
তিনি তার বার্তায় বলেন ইংরেজি নববর্ষ ২০২২ সাল সবার জীবনের তরে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। নতুন বছরটি হোক সকলের জন্য একটি কল্যাণময় বছর দূর হোক অন্যায় অবিচার এটাই হোক আমাদের জীবনের নতুন শপথ।