বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, তালামীযে ইসলামিয়া একটি আদর্শবাদী ইসলামি ছাত্র সংগঠন, যার কার্যক্রম হচ্ছে ছাত্রসমাজকে বিপথগামীতা থেকে ফিরিয়ে সঠিক পথে নিয়ে আসা। আজ দেশের আনাচে-কানাচে একদিকে যেমন বাতিল আকিদার ছড়াছড়ি, অন্যদিকে অশ্লীলতা, মাদক ও অপসংস্কৃতিতে জড়িয়ে ছাত্রসমাজ নিজের পরিচয় ভুলে অন্যের তালে তাল মিলিয়ে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় একজন তালামীয কর্মী নিজে সংশোধিত হয়ে সমাজে আদর্শ প্রতিষ্টার কাজে আত্মনিয়োগ করতে হবে।
২৪ ডিসেম্বর শুক্রবার, বিকেলে হাটুভাঙ্গা মোহাম্মদীয়া আলিম মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ২নং মাইজগাঁও ইউনিয়ন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাইজগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি আহমেদ শরিফ এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাব্বির আহমদ ও প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীম, সিলেট (পূর্ব) জেলা সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ।
আরো বক্তব্য রাখেন ২নং মাইজগাঁও আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম, সংগঠনের উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক আবু তায়েফ শিবলু, প্রচার সম্পাদক হারুন আহমদ হিরো।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সভাপতি ফাহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুবেল আহমদ, জুবায়ের আহমদ, শরিফুল ইসলাম আসিফ, অর্থ সম্পাদক মিছবাহ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক খালেদ আহমদ,
শ্রীমিশ্রী আঞ্চলিক শাখার সভাপতি মিছবাহ আহমদ, পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি ছামিদুর রহমান,পর্ব ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি রায়হান আহমদ, কচুয়াবহর আঞ্চলিক শাখার সভাপতি আশরাফুজ্জামান রাহাত, মির্জাপুর আঞ্চলিক শাখার সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।