মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বড়লেখা মিডিয়া সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রব। ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা ফনি চন্দ্র শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, কমিউনিস্ট পার্টি বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি ধনঞ্জয় দে, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, শাবিপ্রবির কর্মচারী সমিতির সভাপতি মো. শাহাজান সিরাজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, সাংবাদিক দেলোয়ার হোসাইন, এ.জে লাভলু, রিপন দাস, মস্তফা উদ্দিন, আশফাক জুনেদ, এবাদুর রহমান জাকির প্রমুখ।