কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওয়ান পয়েন্টের স্বত্বাধিকারী সিপার আহমেদের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার ব্যাবসা প্রতিষ্ঠানের মার্কেটের অন্যান্য ব্যবসায়ীবৃন্ধরা।
গত ১৭ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে সিপার আহমেদ। ব্যাবসায়ীর পাশাপাশি সিপার আহমেদ ছিলেন একজন দক্ষ রাজনৈতিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া সরকারি কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পদে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সিপার আহমেদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ১৯ ডিসেম্বর (রবিবার) বাদ মাগরিব কুলাউড়া চৌমুহনীর আল-মদিনা মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে তার রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।