ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগকে গতিশীল করা এবং নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহবান করায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কে অভিনন্দন জানিয়ে ১৫ই ডিসেম্বর বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারে মিছিল করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ফেঞ্চুগঞ্জ সারকারখানার বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হওয়া মিছিল সারকারখানা বাজার প্রদক্ষিণ করে আবারও বঙ্গবন্ধু স্কয়ারে এসে আনন্দ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ সমাবেশে উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা দেওয়ান ফাহিম। সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা নাঈম চৌধুরী।
মিছিলে আরও উপস্থিত ছিলেন , ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সুহেল, শরীফ আহমদ,
আশরাফুল করিম সৌরভ, সানজীদ চৌধুরী, মাহমুদ শাহরিয়ার খান রনি,রায়েল খান, অনিক দত্ত, খালেদুজ্জাম রিফাত, শফিউল ইসলাম কিটিম, সহ আরও নেতৃবৃন্দ।