ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির নব-নির্বাচিত কমিটিকে চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা’র শুভেচ্ছা
ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির নির্বাচন গতকাল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী সভাপতি নুরুল ইসলাম বাছিত, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল সহ নির্বাচিত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি কাজী মাওলানা বদরুদ্দোজা।
তিনি এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে মত প্রকাশিত হয়। এজন্য প্রতিটি বাজারে এরকম সঠিক নেতৃত্ব আসা প্রয়োজন। এতে ব্যবসায়ীরা তাদের স্বাধীনতা বজায় রেখে ব্যবস্থা করতে পারবেন।
তিনি নির্বাচিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশাকরি নির্বাচিতরা সঠিক নেতৃত্ব দিয়ে বাজারের মান ও ব্যবসায়ীদের সুরক্ষা বজায় রাখবেন।