বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আলিপুরী বলেছেন, নিজেকে সংশোধন করে আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালিত করতে আল ইসলাহ প্রয়োজন। কেননা আল ইসলাহ এমন একটি সংগঠন যার উদ্দেশ্য একজন ঈমানদার পরিশুদ্ধ মানুষ সৃষ্টি করা। সমাজের বর্তমান ফিতনা ফেসাদের এই সময় আল ইসলাহ কর্মীদের জোড়ালো অবস্থান নিতে হবে। প্রতিটি এলাকায় আল ইসলাহর দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে হক্বের পথে আহবান জানাতে হবে।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি কিছুদিন পূর্বে কুলিল্লার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এদেশে হিন্দু মুসলিম বিনা দ্বন্দ্ব নিয়ে স্বাধীনতার পূর্ব থেকে মানুষ মিলে মিশে রয়েছে। এসব দেখে এক শ্রেণির লোকেরা তা মেনে নিতে পারছে না তাই তারা বারবার মুসলিম এবং হিন্দুদের নিয়ে উপহাস করার চেষ্টায় লিপ্ত। তারা সম্প্রীতি চায় না। এজন্য একটি সুন্দর পরিপূর্ণ সমাজ গঠনের জন্য আল ইসলাহ কর্মীদের আরও গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।
তিনি আজ ৪ ডিসেম্বর শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ আয়োজিত উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম এ জলিল ও সদস্য সৈয়দ মওদুদ আহমেদ আদিলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
সম্মেলনে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর মো. নূরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, মাওলানা মিনহাজ উদ্দিন, হাফিজ খলিলুর রহমান, মো. আবুল বাশার, হাফিজ আছকর আলী, মাওলানা ইমাদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ আব্দুল্লাহ আল মাওসুফ, প্রমুখ।
সম্মেলন পরবর্তী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলার (২০২১-২৪) সেশনের নতুন কমিটি ঘোষণা করেন সিলেট জেলা আল ইসলাহ নেতৃবৃন্দ।
মাওলানা হারুনুর রশীদ কে সভাপতি ও মাওলানা এম এ জলিল কে সাধারণ সম্পাদক এবং মো. শাহ নেওয়াজ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।