বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তি-তে শনিবার জানানো হয়েছে যে সিলেট জেলা শাখার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং নতুন কমিটিতে আগ্রহী ছাত্রলীগ কর্মীদের আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে নিজে উপস্থিত থেকে জেলা কমিটির বরাবর জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়।