আনজুমানে আল ইসলাহ ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত
বাংলদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলাহ কাউন্সিল অদ্য ০১/১২/২০২১ ইংরেজী বুধবার ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার হলরুমে ইউনিয়ন সভাপতি মোঃ নজমুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে,এম, মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহ সিনিয়র সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি জননেতা মাওলানা হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর মোঃ নুরী।
সভায় সর্বসম্মতিক্রমে কে,এম,মিনহাজ উদ্দিন কে সভাপতি ও ক্বারী আব্দুল ওয়াহিদ রুপন কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।