চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার ( ২৩ নভেম্বর ) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে ব্যাপক আলাপ আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়।
গোলাপগঞ্জ উপজেলার সকল নৌকার মাঝিরা হলেন—
গোলাপগঞ্জের বাঘায় আব্দুস সামাদ, সদর ইউনিয়নে তমজ্জুল আলী, ফুলবাড়িতে আব্দুল হানিফ খান, লক্ষ্মীপাশায় মাহমুদ আহমদ চৌধুরী, বুধবারীবাজারে আব্দুর রাকিব, ঢাকাদক্ষিণে নজরুল ইসলাম, লক্ষনাবন্দে আব্দুল করিম খাঁন, ভাদেশ্বরে সেলিম আহমদ,পশিম আমুড়ায় সৈয়দ হাসিন আহমদ মিন্টু, উত্তর বাদেপাশায় মো. মোস্তাক আহমদ ও শরীপগঞ্জে এম.এ মুহিত হীরা।