সুচনাঃ বাংলাদেশে অপুষ্টি চক্র প্রতিরোধ একটি প্রয়াস এই শ্লোগানে সুচনা কর্মসূচি আর ডি আর এস বাংলাদেশ – সিলেটের ফেঞ্চুগঞ্জ শাখার উদ্যোগে ১৭ ই নভেম্বর বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
সভাপতিত্ব করেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমেদ।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন -মো.ফরাজদুক ভূইয়া- প্রকল্প সমন্বয়কারী সুচনা প্রকল্প আর ডি আর এস, বাংলাদেশ, সিলেট। প্রকল্প কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা কো- অডিনেটর জসীম উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু সাঈদ, মৎস কর্মকর্তা আব্দুল মোমেন, কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, মহিলা কর্মকর্তা জেসমিন আক্তার, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ৪ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ, প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার এন ও জিসিডিও মেকমো এডমিন এন্ড ফাইনান্স টিম সিলেট ও সুচনার কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় সুচনা কর্মসূচির উপকারভূগী তাদের সফলতা ও কার্যক্রম মুক্ত আলোচনার মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও ফেঞ্চুগঞ্জে সুচনা কর্মসূচির বিভিন্ন কার্যক্রম ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।