সিলেটের বিশ্বনাথে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলার বিআরডিবি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাসের সভাপতিত্বেও বুরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সমবায়ের মাধ্যমে মানুষকে একত্রিতকরণ করে সুসংগঠিত করা যায়। সমবায়ই পারে মানুষকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যেতে।
সমবায় সম্পর্কে মানুষকে সচেতন করে সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফিয়া বেগম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মাহতাব পুর সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা প্রমূখ।
সমুজ আহমদ সায়মন
বিশ্বনাথ, সিলেট।
০১৮২৫৪৪৯৩১১