সভাপতি মিসবাহুর রহমান – সম্পাদক – হারুনুর রশীদ
“শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার, এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ দরকার ‘ এই শ্লোগানে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলার ত্রি বার্ষিক সম্মেলন ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি ময়ুব আলির সভাপতিত্বে ও আজিজুর রহমান মুক্তা এবং রাজীব কান্তি দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, পি পি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মো. আব্দুস শহিদ, উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদ আলী, জমিরুন্নেসা একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলাম, দনারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মিসবাহুর রহমান,সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহিবুর রহমান, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক খায়রুল হাসান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল বাছিত, নিজাম উদ্দিন, সাজুল ইসলাম, আফজল হোসেন।
নব নির্বাচিত কমিটিতে (২০২১-২৪) মিসবাহুর রহমান (প্রধান শিক্ষক – ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়) কে সভাপতি মো. আব্দুস শহিদ কে সিনিয়র সহ-সভাপতি – মাওলানা হারুনুর রশীদ (ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়) কে সাধারণ সম্পাদক ও আজিজুর রহমান মুক্তাকে অতিরিক্ত সচিব এবং আশরাফ আলীকে সাংগঠনিক সচিব সহ শফিকুল ইসলাম কে অর্থ সচিব নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ফেঞ্চুগঞ্জের সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।