সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোবারক র্যালি ও হযরত মুহাম্মদ সাঃ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ শে অক্টোবর রবিবার উপজেলার
এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় মোবারক র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন,
রাসূল (সা.) এই ধরাধামে রহমত হিসেবে আগমন করেছেন। এটা শুধু মুসলমান নয় বরং বিশ্ববাসী ও সকল মাখলুকাতের জন্য আনন্দের, সৌভাগ্যের। তার আগমনে সমস্ত মাখলুকাত খুশি। বিশ্ববাসীর জন্য এরচেয়ে আর বড় নিয়ামত কী হতে পারে। আর নিয়ামত লাভের পর আনন্দিত হওয়া, খুশি প্রকাশ করা তো স্বাভাবিক।
মহানবী (সাঃ) এর আগমনের মাসে তাঁর জীবন নিয়ে আলোচনা, রবের দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে খুশি জাহির করা, শরিয়তসম্মত বিভিন্ন কার্যাবলী সম্পাদন করাই হলো ঈদ-ই মিলাদুন্নবী। এই মিলাদুন্নবী পৃথিবীর দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে পালিত হয়ে থাকে। নবী (সাঃ)কে ভালোবাসাই ঈমান। ঈমানের দাবি হলো প্রিয় নবী (সা.)’র জীবনী আলোচনার মাধ্যমে তাকে জানা, তার আনুগত্য করা।
বক্তারা আরো বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, কোন প্রতিশোধ নয়। যেখানে থাকবে না কোন হানাহানি, মহানবীর আদর্শকে বুকে ধারণ করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। শেষে, করোনা থেকে মুক্তি পেতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।