ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কমিটির উদ্যোগে ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ ফরিদপুর থেকে এক আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পুর্বক আলোচনা সভায় উদযাপন পরিষদের আহবায়ক আহমেদ শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ আহমদ এবং যুগ্ন আহবায়ক সৈয়দ এহসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মাওলানা মো. ইমাদ উদ্দিন।
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হযরত শাহজালাল র. ইবতেদায়ী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার পরিচালক শাহ হোসাইন মোহাম্মদ বাবু, মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ’র আহবায়ক মো. শাহ নেওয়াজ, সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-সভাপতি এম শাহজাহান ছাদী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক জামিল আহমদ, মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ নেতা নুরুল ইসলাম ময়ুর, আহমেদ বেলায়েত আলম আছাদ, যুগ্ন আহবায়ক হাফিজ এজাজুল হক সুমন, মো. আফতাব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহেফ শিবলু, অর্থ সম্পাদক এনামূল ইসলাম মুন্না, উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক ইমরান নূর, ছাব্বির আহমদ, লুৎফুর রহমান, রায়হান আহমদ, সিদ্দিকুর রহমান ফাহাদ, এনায়েত আহমদ, আশরাফুজ্জামান রাহাত, মাসুম আহমদ, জালাল উদ্দীন, প্রমুখ।
আলোচনা সভা শেষে র্যালিতে শত শত ছাত্র- যুবকদের অংশ গ্রহণে ফরিদপুর নয়াবাজার – এশিয়ান হাইয়ের মধ্যদিয়ে পালবাড়ি বাজার প্রদক্ষিণ করে আবারও ফরিদপুর বড়বাড়ি জামে মসজিদে এসে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।