মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন নিয়ে অবমাননার প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে আয়োজিত মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন হাজার হাজার ছাত্র- জনতা।
মিছিলটি ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার প্রদক্ষিণ করে বাজারের স্টেশন রোডে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আব্দুল খালিক রুহিল শাহ’র সঞ্চালনা ও মো. নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। এ সময় তারা অবিলম্বে ব্লাশফেমি আইন প্রনয়নের দাবি জানান।