পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ জালালাবাদ থানা শাখার প্রস্তুতি সভা…
আসন্ন পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ এশা, মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার হল রুমে গাউসিয়া কমিটি বাংলাদেশ জালালাবাদ থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জালাল উদ্দীন আল ক্বাদেরী ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।বক্তব্য প্রদান করেন গাউসিয়া কমিটি জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, আরো উপস্থিত ছিলেন তাহেরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের নেতৃবৃন্দ।
বক্তৃতায় বক্তারা বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (দঃ)। এই ঈদকে কিভাবে মানুষের সমাগম ঘটিয়ে লোকজনের জনসমুদ্রে পরিনত করা, একমাত্র সন্তুষ্টি মহান আল্লাহ তায়ালা ও রাসুল (দঃ) এর শাফায়াত নসীব যার মাধ্যম।