যাকে নিয়ে লিখতে যাচ্ছি তিনি আর কেউ নন – বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ সিলেটের মধ্যে এক জনপ্রিয় ব্যক্তিত্ব বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের সন্তান তামিমুল করিম হৃদয়। যার বংশের মধ্যে মানুষের সেবার ব্রত রয়েছে তিনিই তো হবেন মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এক নজরে আসছি সংক্ষিপ্ত একটা কথা বলে, তিনি কে? তার পারিবারিক পরিচয়ের থেকে বড় পরিচয় বহন করে তিনি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকার উত্তরসূরী। তার ব্যক্তিগত জীবনে কখনো নিজের এলাকা নয় পাশাপাশি যেকোনো এলাকার জন্য যদি কোন সহযোগিতা করার খবর তার কানে পৌঁছে দেওয়া হত সাথে সাথে তিনি ছুটে যেতেন। তার মানবসেবা এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রাম দীর্ঘদিনের। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার লক্ষ্য অটুট এ কারণেই বলতে পারি যেখানে এ দেশের প্রধানমন্ত্রী শুধু নয় বিশ্বের সকল উন্নয়নশীল দেশে যখন শিক্ষিত তরূণদের সমাজের নেতৃত্বের সু্যোগ দেওয়া হচ্ছে সেখানে তিনিই তো এর দাবিদার।
আমি সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এই কথা লিখতে পারি হৃদয়ের দ্বারা বালাগঞ্জ হবে এক আধুনিক এলাকা। সৃষ্টি হবে কর্মসংস্থান। বাড়বে শিক্ষাপ্রতিষ্ঠান। সমাজের অবহেলিত মানুষের অধিকার রক্ষার সংগ্রাম হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে পূর্ব গৌরীপুর এলাকার মানুষের কল্যাণের প্রতীক হিসেবে রয়েছেন সুপারম্যান এবং বড় বড় রাজনৈতিক দলের হেভিওয়েটদের মাথাব্যাথা হতে পারে কিন্তু তিনিই এবারের সুপারম্যান!
মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
কবি ও সাংবাদিক
(আমার একান্ত ব্যক্তিগত মতামত)