কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ এসোসিয়েশনে ১ম বর্ষপূর্তি পালন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে রাজধানী দোহা’র একটি রেস্টুরেন্টে বাংলাদেশ প্রবাসী কল্যাণ এসোসিয়েশনে ১ম বর্ষপূর্তি পালন করা হয়।
বাংলাদেশ প্রবাসী কল্যান এসোসিয়েশনের সভাপতি শেখ আকতার হোসেনের সভাপতিত্ব ও তৌহিদ রনি ও রেজাউল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি প্রধান উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী,
বাংলাদেশ প্রবাসী কল্যান এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শেখ সাইকুল ইসলাম, চট্রগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জিটিভি দর্শক ফোরামের সভাপতি মামুদুল হাসান, ফেঞ্চুগঞ্জ মানব কল্যান সমিতির সভাপতি খায়রুল ইসলাম, মৌলভীবাজার সমাজ কল্যান পরিষদের
সাংগঠনিক সম্পাদক সমস উদ্দিন।
আরও বক্তব্য রাখেন, গিয়াস উদ্দিন শিকদার
জয়নাল আবেদিন, এসএম সজিব, জামিল হোসেন ইয়াসিন, হেলাল মিয়া, হায়দার আলী, কবির মোল্লা
আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিজওআন আহমেদ।
সভায় বক্তারা দেশে থাকা প্রবাসীদের জন্য প্রবাসী ভাতা চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানন।