ছাতকের ১২ ন. ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজারে গয়াছ আহমদ সমর্থনে শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় লাকেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি হারিছ আলীর সভাপতিত্বে ও আব্দুল আলী উপস্হাপনায় আগামী ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ তাঁর আমেলর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গতবারে মতো এবারও ভোট দিয়ে সাহায্য- সহযোগিতা ও জয়যুক্ত করার অনুরোধ করেন।
তা ছাড়া আরো অনেকে বক্তব্য দেন।সভায় উপস্হিত ছিলেন ছৈলা আফজলাবাদ আওয়ামীলীগ সভাপতি ফিরুজ আলী,লাকেশ্বর বাজার কমোটির সাবেক সভাপতি হাজী করম উল্লাহ,বাজার কমোটির সাধারণ সম্পাদক লিলু মিয়া,মাস্টার আমির আলী, আখলু মিয়া,লিয়াকত আলী,মাস্টার আশিকুর রহমান,৬ ন. ওয়ার্ড ইউপি মেম্বার নোয়াব আলী, মুজিবুর রহমান ও লেবু মিয়া। এ ছাড়া বিভিন্ন ওর্য়াড থেকে আগত নেতৃবৃন্দ ও সধারণ ভোটারের ব্যাপক উপস্হিতি ছিল।