করোনা ভাইরাসে উত্তাপ ছড়াচ্ছে দিন দিন। সেই ধারাবাহিকতায় সমাজের সকল শ্রেণির মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে সি আর পির হিয়ার প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীয় আগামীকাল বুধবার সকাল ১১ঃ০০ টায় ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সিলেটের সূর্য্য পত্রিকার উপদেষ্টা ও প্রবাসী কমিউনিটি নেতা শেখ হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক হনুফা বেগম।
বিজ্ঞপ্তি