ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোহিনী বেগম। ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৪৮০ টি। তার নিকটতম প্রতিদ্বন্ধি মিরা বেগম ‘ফুটবল’ প্রতীকে ভোট পান ৩ হাজার ৬৫৩ টি।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর)। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ফেরদৌসী বেগম ইকবাল (প্রজাপতি), মোহিনী বেগম (বৈদ্যুতিক পাখা), অ্যাডভোকেট কামরুন নাহার রিপা (কলস), অ্যাডভোকেট সুলতানা রাজিয়া ডলি (পদ্মফুল) ও মিরা বেগম (ফুটবল)।

