মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার (নাপিতখাই গ্রামের) বাসিন্দা বিহাইডহর গোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত শিক্ষক আব্দুন নূর (৬৬) সাহেবের গোয়াল ঘরে গতরাত (৫ সেপ্টেম্ভর) রাত ৯টা ৪৫ মিনিটের সময় দূবৃত্তদের দেওয়া আগুনে গোয়ালঘরে ৬টি গরু আগুনে পুড়ে মারা গেছে ও একটি আহত হয়েছে।
ঘটনার পর রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খুরশেদ আলম।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আব্দুন নূর প্রতিদিনের মত রোববার সন্ধ্যায় গরুগুলো তার গোয়াল ঘরে তুলে তালা লাগিয়ে রাতে এশার সালাত আদায় করে এসে গরুগুলোক খড় কুটাদেন। পরে রাত সাড়ে ৯টা ৪৫ টার দিকে পার্শ্ববর্তী ঘরের চাচাতো ভাই ইমন (১৮) আহমদ বসত ঘর থেকে আগুনের লেলিহার শিখা দেখতে পান ও গরুগুলো ছুটোছুটি ও চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে গোয়ালঘরে গিয়ে তারা দেখতে পান ৩টি গরু ও২টি আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং একটি গরু মারাত্মক আহত অবস্থায় পড়ে রয়েছে। পরে আহত গরুটিকে উদ্ধার করে বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গরুর মালিক অভিযোগ করে বলেন, কে ব্যক্তি শত্রুতা করে তার গোলাল ঘরে আগুন লাগিয়ে গরুগুলিকে পুড়িয়ে মেরে ফেলেছে। তিনি ওই সকল দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আরো জানান, তার গোয়ালঘরে কোন বৈদ্যুতিক সংযোগ বা মশার কয়েল দেওয়া ছিল না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খুরশেদ আলম। ঘটনার পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোন অভিযোগ দায়ের করা হয়ে নাই। যদি অভিযোগ দয়ের করা হয় তদন্ত করা হয় তাহলে আমরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।