সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে ভোটগ্রহণ বিকেল ৪ টায় শেষ হুয়েছে।
ইবিএমে ভোটের কারণে সরাসরি ফলাফল ঘোষণা করা যাচ্ছে প্রতিটি কেন্দ্রে।
এ পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রদত্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব এগিয়ে রয়েছেন।
ইতিমধ্যেই যে সকল ফলাফল এসেছে –
মাইজগাঁও
নৌকা-৬৫১
লাঙ্ল-৯৬
এনজিএফ
নৌকা-৪৪৪
লাঙ্গল -২২
পিপিএম
নৌকা-৯১০
লাঙ্গল -৫৯
ফরিদপুর জামেয়া
নৌকা-৪০৭
লাঙ্গল -২২০
মনিপুর বাগান
নৌকা-১২৪৪
লাঙ্গল ১৫
কাসেম আলী
নৌকা ৫৭০
লাঙ্গল ২৪০
কটাল পুর সেন্টার
নৌকা – ৪৮৩
লাঙল – ৩৭৬
এ পর্যন্ত হাতে থাকা বেসরকারি ফলাফল।