রাত পোহালেই ভোটের লড়াইয়ে সিলেট ৩ আসনের ৪ প্রার্থী। পরিস্থিতি অনুকুলে থাকায় ভোটের ময়দানে সরাসরি অবস্থান নিয়ে দু-মুখি লড়াইয়ের আভাস আগে থেকেই দিয়েছিলেন আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক।
এবারের সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠ কাপিয়েছেন নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব ও লাঙ্গল প্রতীকে আতিকুর রহমান আতিক। অন্যদিকে কিছুটা নিরবে মাঠে ছিলেন স্বতন্ত্র প্রার্থী শফি এ চৌধুরী।
আজ ভোটের আগের দিন। কে হচ্ছেন এমপি? সেই হিসেব কসছেন ভোটাররা। নানা প্রতিশ্রুতি আর অনেক পরিশ্রমের এবার শান্তির নিঃশ্বাস ফেলবেন কোন একজন বিজয়ী প্রার্থী। তিনি কে হবেন তা নির্ধারণ হবে শনিবার।
নির্বাচনে দু-মুখি লড়াইয়ের আভাস :
এবারের নির্বাচন হতে চলেছে একটি ঐতিহাসিক উপ-নির্বাচন। কেননা আওয়ামীলীগের তরূণের সাথে লড়াইয়ে রয়েছেন জাতীয় পার্টির আতিক। আতিক এই আসনে আরও বহুবার নির্বাচন করেছেন। এই অঞ্চলের সবকিছু তার চেনা। অন্যদিকে মাঠে চষে বেড়ানো হাবিবও কম না। দিনরাত ঘুরেছেন ভোটারদের দরজায়।
বালাগঞ্জ – দ. সুরমা ও ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি হতে তথ্য অনুযায়ী সকল ভোটকেন্দ্রে নিযুক্ত করা হয়েছে যথাযথ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
শেষ পর্যন্ত অপেক্ষার প্রহরে রয়েছেন চার প্রার্থী ও দুই লক্ষাধিক ভোটার।