আগামী ৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিবের সমর্থনে গণসংযোগ করছেন ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা বাজার বনিক সমিতির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নেন- সারকারখানা বাজার বনিক সমিতির সভাপতি মো. লোকমান মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো. বুরহান উদ্দিন, মহসিন মিয়া, ইউপি সদস্য – এনায়েত রাসেল, আইয়ুব আলী, যুবলীগ নেতা এবিএস জনি, জাহাঙ্গীর মিয়া সহ বনিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. বুরহান উদ্দিন বলেন- নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ ৪ তারিখে আমরা বিজয়ী এবং জনগণ উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকাকে বেছে নেবে।
যুবলীগ নেতা এ বি এস জনি বলেন- জননেতা হাবিবুর রহমান হাবিবের বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগ সব সময় মাঠে আছে এবং থাকবে।