ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন আতহার গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান এডভোকেট আব্দুর রকির মন্টু।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – ফরিদ উদ্দিন আতহার একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুযুর্গ। তার সুস্থতা কামনা করি এবং আশাকরি তিনি সুস্থ হয়ে আবারও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবেন এবং সুন্দর সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করবেন।
বিজ্ঞপ্তি