সিলেট ৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। এ আসনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান শহীদ নূর হোসেন সৃতি পরিষদের উপদেষ্টা ও রাজনীতিবিদ এবং দৈনিক সিলেটের সূর্য্য পত্রিকার উপদেষ্টা সদস্য আব্দুল শহীদ কাজল।
তিনি এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, নৌকা জনগণের মার্কা। উন্নয়নের জন্য নৌকা প্রতীক। নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিবের পক্ষে তিনি বলেন – হাবিব অত্যন্ত কঠোর পরিশ্রমী ও জনদরদী নেতা। হাবিব সিলেট ৩ আসনে নির্বাচিত হলে জনগণের উন্নয়ন হবে। তৃণমূলের কর্মীদের তিনি একযোগে নৌকা প্রতীকের জন্য কাজ করার আহবান জানান।